Homeদেশের গণমাধ্যমেতুরস্ক ‘স্টিল ডোম’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করবে: এরদোয়ান

তুরস্ক ‘স্টিল ডোম’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করবে: এরদোয়ান


তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, শিগগিরই তুরস্ক নিজস্ব মাল্টি-লেয়ারড আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘স্টিল ডোম’ তৈরি করতে চায়। একই সঙ্গে আঙ্কারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতাও বাড়াবে বলে মঙ্গলবার (২৯ অক্টোবর) উল্লেখ করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ন্যাটো সদস্য তুরস্ক প্রতিরক্ষা সরঞ্জামাদি উৎপাদনে নিজস্ব সক্ষমতা বাড়িয়ে তুলেছে। এর মাধ্যমে তারা অস্ত্র আমদানিতে বিদেশের ওপর নির্ভরশীলতা কমিয়েছে। দেশটি এখন বিশ্বের বাজারে অত্যাধুনিক সশস্ত্র ড্রোনের একজন শীর্ষস্থানীয় নির্মাতা হয়ে উঠেছে এবং অভ্যন্তরীণ চাহিদার একটি বড় অংশ নিজস্বভাবে পূরণ করে আসছে।

আঙ্কারায় তুর্কি এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দফতরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এরদোয়ান বলেন, যদি তাদের (ইসরায়েল) একটি ‘আয়রন ডোম’ থাকে, তবে আমাদেরও ‘স্টিল ডোম’ থাকবে। আমরা চেয়ে থাকব না, বরং নিজেদের রক্ষার ব্যবস্থা তৈরি করব।

ইসরায়েলের ‘আয়রন ডোম’ ব্যবস্থাকে উল্লেখ করে তিনি বলেন, তুরস্কও এই ধরনের প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নিচ্ছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।

এরদোয়ান আরও বলেন, আমরা আমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতাও বাড়াব। প্রতিরক্ষা শিল্পে পূর্ণ স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।

ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা ২০১১ সালে চালু হয়। এটি রাডার-নির্দেশিত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে রকেট, মর্টার ও ড্রোনের মতো স্বল্পপাল্লার হুমকিকে মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম। ২০১৭ সালে এই ব্যবস্থার নৌসংস্করণও চালু করা হয়। যা জাহাজ ও সাগরভিত্তিক স্থাপনাগুলোকে সুরক্ষা দিতে ব্যবহৃত হয়।

তুরস্কের প্রতিরক্ষা শিল্পকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ২০২০ সালের ডিসেম্বরে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ছাড়া তুরস্ককে এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট প্রোগ্রাম থেকেও বাদ দেওয়া হয়েছে। এই প্রকল্পে তুরস্ক নির্মাতা ও ক্রেতা উভয় ভূমিকায় ছিল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত