Homeদেশের গণমাধ্যমে‘তুফান’ শেষে ‘বনলতা সেন’, আর যা করছেন নাবিলা

‘তুফান’ শেষে ‘বনলতা সেন’, আর যা করছেন নাবিলা


দেশে সাবাব, বাইরে মাথুর

২০ বছর ধরে উপস্থাপনায় আছেন নাবিলা। উপস্থাপনার পর মডেলিংয়ে নাম লেখান। এরপর অভিনয়। নাবিলা যখন উপস্থাপনা করেন, তখন হাতে গোনা কয়েকজন এই মাধ্যমে কাজ করতেন। এখন উপস্থাপনা অনেকে করলেও বৈচিত্র্য খুঁজে পান না বলে জানালেন তিনি। বললেন, ‘সত্যি বলতে, যাঁরা এখন উপস্থাপনা করছেন, তাঁদের ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি। ভালোও বাসি। কিন্তু বৈচিত্র্য নেই। ওদের দোষ নেই, আবার আছেও। অনুষ্ঠানের বৈচিত্র্যও নেই। দোষ এই জায়গা থেকে বলব, যেহেতু বৈচিত্র্য নেই, একই উপস্থাপককে দেখি চার-পাঁচ চ্যানেলে একই ধরনের উপস্থাপনা চালিয়ে যাচ্ছে। যার কারণে তারাও নিজের মধ্যে বৈচিত্র্য আনতে পারে না। একসঙ্গে অনেক কাজ করলে ক্যামেরায় ক্লান্তি ধরা পড়ে। মাঝেমধ্যে যখন টেলিভিশন দেখি, বুঝতে পারি, উপস্থাপকের মধ্যে কোনো প্রাণশক্তি নেই।’

তবে এসবের মধ্যেও একজনের উপস্থাপনা ভালো লাগে, জানালেন নাবিলা, ‘এখনকার মধ্যে যদি একজনের নাম বলি, রাফসান সাবাবের কথা বলতেই হয়। খুব ভালো করছে। তার কাজের বৈচিত্র্যের কারণ, একটাই অনুষ্ঠান করছে এবং নেপথ্যেও নিজে কাজ করে। এ কারণে তাকে অনেকের মধ্যে আলাদা লাগে।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত