সংবাদ সম্মেলনে আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক মো. শাহাজাহান মিনা বলেন, মহাসড়কের চলমান তিনটি সমস্যা নিয়ে ৮ অক্টোবর বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশালের ৭টি বাস মালিক সমিতি যৌথভাবে একটি সভা করে। দক্ষিণাঞ্চলের ৪ জেলার বিভিন্ন রুটে বিআরটিসি বাস এবং সৈয়দ, সাদ্দাম, আব্বাস, মেট্রোপলিটনসহ বিভিন্ন নামের অন্তত সাতটি পরিবহন, ইজিবাইক, মাহিন্দ্র ও থ্রি–হুইলার মহাসড়কে সমিতির নিয়মনীতি না মেনে অবৈধভাবে চলাচল করছে। এসব রুটে অবৈধ যানবাহন চলাচল করায় বাসমালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।