ছবিটিকে ঘিরে নিজের স্মৃতি রোমন্থন করে হৃতিক হেসে বলেন, ‘এটা এক মূর্খ বাচ্চার ছবি, যার একদমই ধারণা ছিল না যে রজনীকান্তর মতো মহান অভিনেতার সামনে সে দাঁড়িয়ে আছে। আমার জন্য তিনি “রজনী আঙ্কেল”ই ছিলেন। এই ছবির শুটিংয়ের সময় আমি প্রচুর ভুল করতাম। আর আমার নানাজি (জে ওমপ্রকাশ, পরিচালক) বলতেন “কাট”। আর তিনি (রজনীকান্ত) আমার সব ভুল নিজের কাঁধে নিয়ে বলতেন, “সরি সরি, আমারই ভুল।” প্রতিটা সময়ে আমি ভুল করতাম, রজনী স্যার এভাবেই তা নিজের কাঁধে নিতেন। আমি যাতে বেশি সচেতন না হয়ে যাই, তাই উনি এ রকম করতেন। সেটে এভাবেই উনি আমাকে আগলে রাখতেন। রজনী স্যার খুব বিনয়ী।’ এই বলিউড সুপারস্টার আরও বলেন, ‘আমি যদি আজ তাঁর (রজনীকান্ত) সঙ্গে কাজ করার সুযোগ পাই, তাহলে বিষয়টা অন্য রকম হবে। ওনার সঙ্গে দৃশ্য ভাগ করে নেওয়ার চাপ আমি এখন উপলব্ধি করব।’