Homeদেশের গণমাধ্যমেতারেক রহমানের নির্দেশে আহতদের বিশেষ চিকিৎসাসেবা

তারেক রহমানের নির্দেশে আহতদের বিশেষ চিকিৎসাসেবা


চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের জন্য বিভিন্ন হাসপাতালে নতুনভাবে বিশেষ চিকিৎসা শুরু হয়েছে।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৪ আগস্ট পুলিশের গুলিতে আহত বগুড়া সদর উপজেলার নান্নু মতিনের চিকিৎসার খোঁজ নিয়েছেন ‘বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির’ সদস্য সচিব ও ড্যাবের ভাইস প্রেসিডেন্ট ডা. এরফানুল হক সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ডেপুটি ডিরেক্টর নন্দলাল সাহা, ডা. এম আর হাসান, ডা. আনিকা, কৃষিবিদ নিনাদ, ছাত্রদল নেতা মহান, ডা. ফাহিম প্রমুখ।

উল্লেখ্য, নান্নু মতিন গত ৪ আগস্ট বগুড়ায় পুলিশের গুলিতে আহত হন। প্রায় শতাধিক বুলেট থাকায় তার চিকিৎসা শুরু হলেও, এখনো তার শরীরে প্রায় অর্ধশতাধিক রাবার বুলেট আছে এবং স্পাইনাল কর্ডে সমস্যা নিয়ে পুনরায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নান্নুর বিশেষ চিকিৎসা শুরু হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত