Homeদেশের গণমাধ্যমেতারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘তারেক রহমান : সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা’ শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা অ্যাকাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বইয়ের মোড়ক উন্মোচন করেন।

আদর্শ প্রকাশনা থেকে প্রকাশিত গ্রন্থটি লিখেছেন ডা. মওদুদ আলমগীর পাভেল ও ড. সাইমুন পারভেজ। ১১০ পৃষ্ঠার এই বইটিতে উঠে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের বিভিন্ন তথ্য ও স্থিরচিত্র।

রাজনীতিতে আসার ইতিহাসের পাশাপাশি ‘২৪-এর গণঅভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা এবং বিএনপির ৩১ দফায় তার ভূমিকাসহ শেখ হাসিনা সরকারের সময় তার দেওয়া নির্বাচিত কয়েকটি ভাষণও স্থান পেয়েছে বইয়ে।

এছাড়া এই বইয়ে স্থান পেয়েছে তারেক রহমানের রাজনীতি এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন অজানা বিষয়ে এক্সক্লুসিভ দুইটি দীর্ঘ সাক্ষাৎকার।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত