আজ সোমবার বিপ্লব উদ্যানে গিয়ে দেখা যায়, ঈদ আনন্দ কর্মসূচিতে আসা শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের বরণে সকাল থেকে প্রস্তুত বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। উদ্যানের এক পাশে রাখা হয়েছে দুটি অস্থায়ী সুইমিং পুল। আছে নাগরদোলা। খেলার আয়োজন। আরেক পাশে ছিল খাবারের ব্যবস্থা। এমন আয়োজনে অংশ নিতে এসেছে কয়েক শ শিশু ও অভিভাবক। তারা ঘুরে ঘুরে বিভিন্ন খেলায় অংশ নিচ্ছে। জিতলে পাচ্ছে পুরস্কার।
বেলা ১১টায় ‘সবাইকে নিয়ে ঈদ আনন্দ’ আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। মঞ্চে ডেকে নিয়ে যান শিশুদের। তাদের হাতে তুলে দেন ঈদের সালামি। মেয়রের কাছ থেকে নতুন টাকা পেয়ে শিশুরাও খুশি।
এরপর মেয়র শাহাদাত হোসেন বলেন, ঈদের আনন্দ সমাজের প্রতিটি স্তরে, সবার কাছে ছড়িয়ে পড়ুক। মানুষে মানুষে, ধনী-গরিবে কোনো ভেদাভেদ নেই। সবাই সমান। ঈদের আনন্দ সবখানে ছড়িয়ে পড়লে এটাই হবে ঈদের বড় তাৎপর্য।
পথশিশু ও অসহায়-সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের দিনে এমন আনন্দ আয়োজনের প্রশংসা করে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘যখন গাড়ি নিয়ে রাস্তায় চলি, তখন এই শিশুদের দুঃখ-কষ্ট নাড়া দেয়। এই শিশুরা নানাভাবে বঞ্চিত হচ্ছে। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এমন আয়োজনে তাদের ঈদের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দেবে।’