ভিক্ষুক সোসাইটি, বুয়া সমাবেশ, অটো রিকশাচালক, সিকিউরিট গার্ড পরিষদ (প্রতীকী) সংগঠনগুলোর নানা দাবিতে বিক্ষোভের পর নাটিকার শেষ পর্বে মিছিল নিয়ে মঞ্চে আসে শিক্ষার্থীদের একটি দল। তাদের দাবি, ‘অটো পাস চাই’। বিক্ষোভরত শিক্ষার্থীদের সাংবাদিক প্রশ্ন করেন, অটো পাস কেন, পড়ালেখা করোনি? জবাব এল, ‘আন্দোলন করেছি’। আবার প্রশ্ন, ‘আন্দোলন তো মাত্র কয় দিন, সারা বছর কী করেছ?’ ছাত্রদের জবাব, খাইছি, ঘুরছি, প্রেম করছি—তাতে আপনার কী। পাশ থেকে আরেকজন বলল, ‘আমি সমন্বয়ক ছিলাম। দাবি না মানলে আন্দোলন চলবে।’
শেষে ছাত্রদের দাবির মুখে ‘অটো পাস’ ঘোষণা করা হলো। ছাত্ররা খুশিতে লাফালাফি করে মঞ্চ ছাড়ল, কিন্তু অভিভাবকেরা ভীষণ মন খারাপ করলেন। শিক্ষার্থীরা নাটিকাটির নাম দিয়েছে ‘তামাশা’, যা এই সময়ে খণ্ডচিত্র হয়ে ফুটে উঠল।