তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, মারামারির ঘটনার পর দুই পক্ষই থানায় দুটি মামলা করেছিল। এক পক্ষের একজন গতকাল বিকেলে মারা গেছেন। আগে করা মারামারির মামলাটিই হত্যা মামলায় রূপান্তরিত হবে।আসামিদেরও গ্রেপ্তার করা হবে। নেকশার আলী হত্যা মামলাটির বাদী রাতৈল গ্রামের নওসেরাজ শেখ নামের এক ব্যক্তি। গতকাল রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে।
এর আগে ১১ মার্চ তানোরের পাঁচন্দর ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই ইফতারে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। আর প্রধান বক্তা ছিলেন সাবেক পৌর মেয়র মিজানুর রহমান। সেদিন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোমিনুল হকের অনুসারীরা প্রধান অতিথিকে বরণ করতে চাইলে বাধা দেন বর্তমান সভাপতি মুজিবুর রহমানের অনুসারীরা। ইফতারের পর দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।