প্রথম সুযোগেই তানজিদ হাসানকে দুইয়ে নামিয়ে শীর্ষে উঠে গেলেন মোহাম্মদ নাঈম। তানজিদের দল ঢাকা ক্যাপিটালস লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে। আগেভাগেই ছুটি পেয়ে যাওয়া ওপেনারকে তাই থেমে যেতে হয়েছে ৪৮৫ রানেই। সেই তানজিদকে টপকে এবারের বিপিএলে সবচেয়ে বেশি রানের মালিক হতে নাঈমের দরকার ছিল ৪২ রান। খুলনা টাইগার্স ওপেনার কাল এলিমিনেটরে রংপুর রাইডার্সের বিপক্ষে করেছেন ৪৮ রান।
তাতে শুধু এবারের বিপিএলে তানজিদকেই টপকে যাননি নাঈম, বিপিএল ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ পাঁচেও উঠে এসেছেন। ২০২৪-২৫ মৌসুমে ১৩ ম্যাচ খেলে এ পর্যন্ত ৪৯২ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। অন্তত আরও একটি ম্যাচ খেলতে যাওয়া নাঈমকে হাতছানি দিচ্ছে এক মৌসুমে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও।