ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে চার কার্টুন সরকারি ডিস্টিল ওয়াটারসহ (৪৮৮ পিস) মো. ফরহাদ (৪৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বহির্বিভাগের সামনে থেকে তাকে আটক করে দায়িত্বরত আনসার সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে ডিউটিরত আনসার সদস্য ওমর ফারুক বলেন, ঢামেক বহির্বিভাগে আটককৃত ব্যক্তিকে সন্দেহ হলে পেছন থেকে ডাক দেওয়া হয়। পরে তিনি দ্রুত চলে যেতে চাইলে আটক করা হয়। এরপর তার ব্যাগে থাকা ৪ কার্টুন সরকারি ডিস্টিল ওয়াটার (৪৮৮ পিস) পাওয়া যায়।
আনসার প্লাটুন কমান্ডার (পিসি) সেলিম উদ্দিন বলেন, ফরহাদ নামের যুবককে তার ব্যাগে থাকা ৪ কার্টুন সরকারি ডিস্টিল ওয়াটারসহ আটক করা হয়েছে। ২২০ নম্বর ওয়ার্ডের বয় সুমন তাকে এগুলো দিয়েছে বলে জানিয়েছে। তবে অভিযুক্ত সুমনকে পাওয়া যায়নি।
আটক ফরহাদ লালবাগের একটি প্লাস্টিক কারখানার শ্রমিক। তার বাসা লালবাগের কেল্লা এলাকায়। বাবার নাম শাহজাহান।
ফরহাদ বলেন, ‘আমার পায়ে সমস্যা, স্ত্রীর ডেঙ্গু রোগে আক্রান্ত। ২২০ নম্বর ওয়ার্ডে পূর্ব পরিচিত চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী ওয়ার্ড বয় মো. সুমনের কাছে চিকিৎসার বিষয়ে আলোচনা করতে এসেছিলাম। তখন পাশে এক ব্যক্তি দাঁড়ানো ছিল। তার হাতে একটি ব্যাগ ছিল। সুমন আমাকে এই ব্যাগটি বহির্বিভাগে নিয়ে যেতে বলে। ব্যাগ নিয়ে আসতেই আনসার সদস্যরা আটক করে।’