Homeদেশের গণমাধ্যমেঢাবির নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানাল জবির সাদা দল

ঢাবির নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানাল জবির সাদা দল


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাদা দলের নেতারা।

রোববার (৫ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতারা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে তিনি বারবার নানামুখী নির্যাতনের শিকার হয়েছেন। তৎকালীন ক্ষমতাসীনদের রোষানলে পড়ে তিনি চাকরিও হারিয়েছিলেন। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলে, হাইকোর্টের রায়ে তিনি পুনরায় চাকরিতে যোগদান করেন। তার মতো একজন নিবেদিত ও আদর্শবান শিক্ষক সাদা দল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নতুন আশার সঞ্চার হয়েছে। আমরা প্রত্যাশা করি, শিক্ষকদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অতীতের মতো কান্ডারির ভূমিকা পালন করবেন।

একই সঙ্গে বিবৃতিতে, সাদা দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

এ ছাড়া, নতুন নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য রক্ষা এবং শিক্ষক সমাজের অধিকার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন এ আহ্বান জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাদা দল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত