Homeদেশের গণমাধ্যমেঢাবির জিমনেসিয়াম এলাকার গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ঢাবির জিমনেসিয়াম এলাকার গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনার সংলগ্ন জিমনেসিয়াম এলাকার গাছের ডাল থেকে ঝুলন্ত একটি মরদেহ (৫০) উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তাছাড়া কখন গলায় ফাঁস দেওয়া হয়েছে তা-ও জানা যায়নি। 

বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ থেকে মরদেহটি নামান। এর আগে ৯টায় দিকে পথচারীরা গাছের ডালে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। 

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, আমরা সকালে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। এসময় দেখি কিছু মানুষ জটলা হয়ে উপরের দিকে তাকিয়ে আছে। পরে গিয়ে দেখি একটা লাশ ঝুলছে। বৈদ্যুতিক খুটিরও অনেক ওপরে লাশটি ঝুলে ছিল।

মরদহে উদ্ধার করতে আসা ফায়ার সার্ভিসের এক কর্মী ধারণা করে বলেন, ঢাবির জিমনেসিয়াম এলাকায় গাছে ঝুলে থাকা অজ্ঞাত লাশটি কোনও ভবঘুরে মানুষের। তার বয়স ৫০ এর কাছাকাছি। তবে নাম-পরিচয় জানা যায়নি। লাশ নামিয়ে ঢামেক মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, ‘মৃত্যুর কারণ জানতে লাশের পোস্টমর্টেম করা হবে। এখানে আমাদের কোনও কাজ নেই। তবুও আমি ওসিকে বলেছি, পোস্টমর্টেমের রিপোর্ট ও নিহতের নাম-পরিচয় আমাদের জানিয়ে রাখতে।’

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ বলেন, কিছুক্ষণ আগেই লাশটি ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ থেকে নামানো হয়েছে। আপাতত লাশটি মর্গে পোস্টমর্টেমের জন্য নেওয়া হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত