Homeদেশের গণমাধ্যমেঢাবিতে ৫ দিনব্যাপী ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব শুরু

ঢাবিতে ৫ দিনব্যাপী ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব শুরু


ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হয়েছে বাংলা ভাষার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১’। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহা-পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল চৌধুরী উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন।

আজ (শনিবার) সকাল ১০টায় সুভাষ দত্ত পরিচালিত ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ চলচ্চিত্রটি প্রদর্শনের মাধ্যমে সকালেই পর্দা উঠে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১’ এর ২৩তম আসরের।

উদ্বোধন শেষে ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের একটি বার্তা দেয়, তা হলো এ কঠিন সময়ে যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা পরস্পর হাত ধরে একসঙ্গে আছি এবং এধরনের উদ্যোগ আমাদের স্বাভাবিকতার বার্তা দেয়। এখনও সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষকে উজ্জীবিত করে, এখনও সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষকে একত্রিত করে। এজন্যই এ জাতীয় উদ্যোগ আমাদের খুব প্রয়োজন। এটি আমাদের কঠিন সময়ে ঐক্য ধরে রাখার বার্তা দেয়।

ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ও চলচ্চিত্র সংসদের মডারেটর হাবিবা রহমান বলেন, ‘যার কাছে ভাষা আছে, তার কাছে ক্ষমতা আছে। কিন্তু এই ক্ষমতা আধিপত্য বিস্তারের নয়, এই ক্ষমতা সৃজনশীলতার ও বুদ্ধিবৃত্তিক চর্চার। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের এই আয়োজন সারা পৃথিবীব্যাপী বাংলা ভাষার চলচ্চিত্রাঙ্গণের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করছে।’

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণ ও বাংলাদেশে সিনেমার বিকাশ ও অগ্রগতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০০২ সাল থেকে এ উৎসবের আয়োজন করে আসছে।

এছাড়াও উৎসবের প্রথমদিনে আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’, আব্দুল্লাহ মুহাম্মদ সাদ পরিচালিত ‘লাইভ ফ্রম ঢাকা’ এবং নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমাগুলো প্রদর্শিত হয়েছে। পাঁচ দিনব্যাপী এ উৎসবে প্রতিদিন চারটি করে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

আগামীকাল (রবিবার) উৎসবের দ্বিতীয় দিন সকাল ১০টায় প্রদর্শিত হবে আবু সাইয়ীদ পরিচালিত ‘কিত্তনখোলা’ এবং দুপুর ১টায় প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যার মধ্যে রয়েছে— সাইদী হাসান রাব্বী পরিচালিত ‘ওয়েটিং ফর সিনেমা’, রিপন কুমার দাস ধ্রুব পরিচালিত মারমা ভাষার চলচ্চিত্র ‘খিয়াং’, জায়েদ সিদ্দিকী পরিচালিত ‘দাঁড়কাক’, অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’ এবং গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত