Homeদেশের গণমাধ্যমেঢাকা রিজেন্সির হ্যালোইন আয়োজন

ঢাকা রিজেন্সির হ্যালোইন আয়োজন


হ্যালোউইন মানেই একটু অন্যরকম উৎসব। এদিন নাকি মানুষের সান্নিধ্য লাভের আশায় ভূত বা অশরীরী শক্তি নেমে আসে পৃথিবীর বুকে! একটু আতংক এবং খানিকটা ভয় মিশ্রিত পরিবেশে তাই হ্যালোউইন ডে উদযাপনের প্রস্তুতি নিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল। আগামী ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর দুইদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ‘হ্যালোইন নাইট পার্টি অন অ্যা স্কাইলাইন’ চলবে ঢাকা রিজেন্সির রুফ টপ গার্ডেন রেস্টুরেন্টে।

পাশাপাশি ভোজনরসিকদের জন্য হ্যালোউইন উপলক্ষে রয়েছে বিশেষ আয়োজন। থাকছে ভূতের সঙ্গে বসে ভূতুড়ে সিনেমা দেখার সুযোগ, ম্যাজিক শো, কুইজ কন্টেস্ট, কস্টিউম কন্টেস্ট, র‍্যাফেল ড্রয়ের মতো আয়োজন। সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত