মহাসড়কে দুর্ঘটনার বড় একটি কারণ হয়ে দাঁড়িয়েছে অবাধে ছোট যানবাহন চলাচল। ছোট যানবাহন বলতে বোঝানো হচ্ছে, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, মিশুক, ভ্যান। মহাসড়কে এ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করেই মহাসড়কগুলোয় দাবড়ে বেড়াচ্ছে ছোট যানবাহন। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তা রোধে পুলিশের যতটা তৎপর হওয়া দরকার, তা দেখা যাচ্ছে না। বিষয়টি হতাশাজনক।
প্রথম আলোর প্রতিবেদনে জানা যাচ্ছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে ছোট যানবাহন চলাচল করায় ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যানজটের পাশাপাশি প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা ও পরিবহনচালকদের ভাষ্য থেকে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে সড়কটিতে আগে থেকেই চলত তিন চাকার যানবাহন। তবে ২০২২ সালে মহানগর পুলিশ উদ্যোগ নিয়ে সড়কটিতে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। কিন্তু এক বছর না পেরোতেই গত বছর সেপ্টেম্বরে আবারও সড়কটিতে ধীরে ধীরে তিন চাকার যানবাহন চলাচল শুরু হয়।