বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটের ১ হাজার ৮৯৬ আসনের মধ্যে পূরণ হয়েছে ১ হাজার ৬৯১টি। ফাঁকা রয়েছে ২০৫টি আসন। সবচেয়ে বেশি শূন্য বা ফাঁকা আসন আছে লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিংয়ে, ৩৩টি। এ ছাড়া ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং ২৭, ভূতত্ত্ব ২১, সমুদ্রবিজ্ঞানে ১৮, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ১৬, লেদার ইঞ্জিনিয়ারিংয়ে ১৫, ভূগোল ও পরিবেশে ১৪, মৃত্তিকা, পানি ও পরিবেশে ১৩ এবং আবহাওয়া বিজ্ঞানে ১১টি আসন শূন্য রয়েছে।
*বিজ্ঞান ইউনিটে শূন্য আসনের তালিকা দেখুন নিচে—
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ৩০টি বিভাগের ১৩৫টি আসন শূন্য রয়েছে। এর মধ্যে উর্দু বিভাগে ২২, সংস্কৃত ২০ এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে ১০, ফারসি ভাষা ও সাহিত্যে ৯টি আসন শূন্য রয়েছে।