প্রশাসনিক কাজের স্বার্থের কথা উল্লেখ করে ছয় কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে অন্য বিভাগে বদলি করেছে ঢাকা ওয়াসা। শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এই ছয় কর্মকর্তাকে বদলির নির্দেশ প্রদান করেন।
ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান জানান, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অফিসিয়াল কাজের স্বার্থে এই ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, নির্মাণ সিভিল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোজাহিদুর রহমানসহ এই ৬ কর্মকর্তাকে পানি সরবরাহ রেজিলেন্স প্রকল্পে বদলি করা হয়েছে।
বাকি পাঁচ কর্মকর্তা হলেন নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক, সহকারী প্রকৌশলী সামিন ইয়াসির ফাহিম, হিসাবরক্ষক শামছুজ্জামান মিয়াজি, উপসহকারী প্রকৌশলী আরিফুজ্জামান এবং কম্পিউটর অপারেটর মাহাবুবুর রহমান।