রাজধানী ঢাকায় থানা পর্যায়ে কমিটি গঠন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রথম ধাপে ঢাকার সাতটি থানায় আহ্বায়ক কমিটি গঠন করেছে তারা। এগুলো হলো মিরপুর মডেল থানা, রূপনগর থানা, কাফরুল থানা, ভাষানটেক থানা, শাহ আলী থানা, দারুসসালাম থানা ও পল্লবী থানা।
গতকাল বৃহস্পতিবার রাতে ছয় মাসের জন্য এসব কমিটি অনুমোদন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল। গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কমিটি প্রকাশ করা হয়।
ঢাকা মহানগরের মিরপুর মডেল থানায় ১৬৮, রূপনগর থানায় ১৬৬, কাফরুল থানায় ১২১, ভাষানটেক থানায় ১৪৪, শাহ আলী থানায় ১২৭, দারুসসালাম থানায় ১৫৫ ও পল্লবী থানায় ২৩৪ সদস্যের কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।