Homeদেশের গণমাধ্যমেঢাকার পথে পথে ভড়কে দিচ্ছেন জার্মান টিকটকার

ঢাকার পথে পথে ভড়কে দিচ্ছেন জার্মান টিকটকার


সোশ্যাল হ্যান্ডেলে অভ্যস্ত এমন কেউ নেই, যারা নোয়েল রবিনসনকে চিনবে না কিংবা তার দুষ্টুমিতে মজা পায়নি। বিশেষ করে তার মাথার ঝাঁকড়া চুল ও নাচের মুদ্রাটি ইউনিক। জার্মানের এই তরুণ টিকটক তারকা গত ক’দিন ধরে ঘুরছেন ঢাকার সড়কে সড়কে।

ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে তিনি ‘নোয়েলগোজক্রেজি’ নামে পরিচিত। একই নামে ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রায় সব সামাজিক যোগাযোগমাধ্যমেই রয়েছেন নোয়েল।

এদিকে নোয়েল ঢাকায় নেমেই পুলিশ থেকে ফল বিক্রেতা কিংবা ফুটপাতে অপেক্ষারত নারীদের ভড়কে দিয়ে চমকে দিচ্ছেন নিয়মিত। সেগুলো শেয়ার করছেন তার সোশ্যাল হ্যান্ডেলেও। জানা গেছে, তার বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে এবার এসেছেন বাংলাদেশে। ঢাকায় এসে তিনি যুক্ত হয়েছেন ইউটিউবার জেফার, নৃত্যশিল্পী হৃদি শেখসহ অনেকের সঙ্গে।

ঢাকার রাস্তায় নোয়েলকে হঠাৎ দেখে তরুণরা অবাক হচ্ছেন। বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে তিনি শাকিব খানের ‘উরাধুরা’সহ বাংলাদেশের নানা গানের সঙ্গে ভিডিও নির্মাণ করতে দেখা যাচ্ছে। এসব ভিডিওর সঙ্গে দেখা গেছে দেশের নৃত্যশিল্পী হৃদি শেখকে। তার সঙ্গে গুলশানের রাস্তায় নেচেছেন মাস্টার ডি প্রতীক হাসানও। মামজি স্ট্রেঞ্জারের ‘প্রেমে দিওয়ানা’ গানের তালে তালেও নেচেছেন নোয়েল। এছাড়া জেফার রহমানের ‘ঝুমকা’ এবং প্রতীক ও প্রীতমের ‘গার্লফ্রেন্ডের বিয়া’ গানে টিকটক ও রিলস করতে দেখা গেছে নোয়েলকে।

ইনস্টাগ্রামে নোয়েলের অনুসারী সংখ্যা ১ কোটি ৫ লাখের বেশি, ইউটিউবে ১ কোটি ৭৮ লাখের বেশি এবং ফেসবুকে ১৪ লাখের বেশি।

নোয়েলের সঙ্গে দেখা হওয়ার ছবি ফেসবুকে শেয়ার করেছেন জেফার, হৃদি শেখসহ অনেকেই। এর মধ্যে হৃদি লিখেছেন, ‘নাচ যখন সেতুবন্ধন তৈরি করে, তখন জাদুকরি কিছুই ঘটে। নোয়েল, আপনার সঙ্গে বাংলাদেশের আনন্দ ভাগাভাগি করার ব্যাপারটি ছিল দারুণ। চলুন, আমরা মানুষকে অনুপ্রাণিত করতে থাকি।’

অন্যদিকে গান ও চুলের জন্য বিখ্যাত জেফার রহমান তার নোয়েলের সঙ্গে একান্ত বৈঠকের ছবি প্রকাশ করে লেখেন, ‘চুল নিয়ে মাথা ঘামায় চুলপ্রেমীরা! কী এক অসাধারণ মানুষ নোয়েল! তোমার সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটা খুব সুন্দর ছিল এবং তোমার প্রাণশক্তি দেখে মুগ্ধ হয়েছি।’

জানা গেছে, চলতি সপ্তাহেই জার্মানি ফিরে যাচ্ছেন নোয়েল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত