সিপিজে বলেছে, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই শেখ ফেরদৌসের ওপর হামলাকারী ওই পুলিশ কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা বাহিনীগুলো যাতে সংবাদমাধ্যমকে অবাধে এবং নিরাপদে সংবাদ প্রকাশ করতে দেয়, তা নিশ্চিত করতে হবে।