Homeদেশের গণমাধ্যমেঢাকায় কখন আসছেন রাহাত ফতেহ আলী

ঢাকায় কখন আসছেন রাহাত ফতেহ আলী


রাত পোহালেই ঢাকায় পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের কনসার্ট। এরইমধ্যে আয়োজনের সবধরনের প্রস্ততি শেষ পর্যায়ে। যার ফলে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতেই ঢাকায় আসছেন এই কিংবদন্তি। রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। বিষয়টি কালবেলাকে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা এসেছিল জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তায় ঢাকায় বিনা পারিশ্রমিকে ‘চ্যারিটি কনসার্ট’ করবেন তিনি। আলোচিত এই কনসার্টের টিকিট অনলাইনে শ্রোতাদের জন্য আগেই উন্মুক্ত করে আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অফ জুলাই’।

অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রকে (৯ ডিসেম্বর) সোমবার রাতে সবার জন্য অনলাইনে টিকিট ছাড়া হয়। যেখানে দেখা যায় ভিআইপি টিকিট ১০ হাজার টাকা, ফ্রন্ট রো ৪ হাজার ৫০০ টাকা ও জেনারেল টিকিট ২৫০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। কনসার্টি ঢাকার আর্মি স্টেডিয়ামে আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

রাহাত ফাতেহ আলী ছাড়াও এদিন অনুষ্ঠানে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ, র‌্যাপ সংগীতশিল্পী সেজান,হান্নান ও সিলসিলিা গান পরিবেশন করবেন। এ ছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত