নিহত আরিফের বড় ভাই শরিফ হোসেন বলেন, আরিফ বেসরকারি প্রতিষ্ঠান সিঙ্গারে কাজ করতেন। দুই দিন আগে তিনি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আজ দুপুরে বনশ্রীর বাসায় ফেরার পথে ডেমরায় লেগুনা ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এতে তিনি মারা যান। তাঁর সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে।