Homeদেশের গণমাধ্যমেডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপে দূর হবে মানুষের ভোগান্তি

ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপে দূর হবে মানুষের ভোগান্তি


ভূমির জরিপ ও সীমানা নিয়ে জটিলতায় আমাদের দেশে আহরহ সংঘর্ষ-মারামারি ও মামলা হচ্ছে। ভূমি জরিপের অস্বচ্ছতার কারণে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ মানুষকে ভোগান্তি পোহাতে হতো, যা এখনো চলছে। চিরতরে এই ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করা হচ্ছে।

ডিজিটাল জরিপে একেবারে খুঁটিনাটি, মিলিমিটার পর্যন্ত মাপজোখ করা হবে। এই জরিপে ঘরবাড়ি, গাছপালাসহ সব কিছু আসবে। এটা ডিজিটালিভাবে সংরক্ষণ করা হবে। আগামী ৫০ বছর এটা সংরক্ষণ থাকবে, প্রয়োজনে তা আরও বেশি সময় রাখা যাবে। তখন জরিপের বিষয়টি আরও সহজ হয়ে যাবে। জরিপ নিয়ে সমাজের যে অস্থিরতা, যে অস্বচ্ছতা, সেটা আর থাকবে না।

এ কথা বলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপিস্থত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তপরের মহাপরিচালক মহ. মনিরুজ্জামান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প পরিচালক জিয়াউদ্দীন আহমেদ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা সিভিল সার্জন মশিউর রহমান প্রমুখ।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত