ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) গুলশান ২-এ রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে।
ডিএনসিসি জনসংযোগ বিভাগের সদস্য দীপ্ত হাওলাদার একথা নিশ্চিত করেন। খোঁজ নিয়ে জানা যায়, গুলশানের ৯০ নম্বর রোডে ব্যাডমিন্টন খেলছিলেন মকবুল হোসাইন। এসময় কিছু দুর্বৃত্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর জখম হন।
হাসপাতালে কথা বলে জানা যায়, মকবুল হোসাইনের শরীরের বিভিন্ন জায়গায় গভীর আঘাত আছে। তার চিকিৎসা চলছে। জরুরি বিভাগ থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম জানান, চিকিৎসকেরা জানিয়েছেন আপাতত রক্ত বন্ধ করার জন্য ওষুধ ও চিকিৎসা দেওয়া হয়েছে। শরীরের কোথাও বড় জখম আছে কিনা, রক্তনালি কেটেছে কি না এসব জানতে বুধবার সকালে তার অস্ত্রোপচার করা হবে। তার ডান কাঁধের নিচে, ডান হাতে কনুইয়ের নিচে এবং বুকে তিন জায়গায় ছুরির আঘাত আছে।
ঘটনাটি নিশ্চিত করে গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) তনু দুরান বলেন, ঘটনার সম্পর্কে আমরা জানতে পেরেছি৷ আমাদের একটি গিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। ভুক্তভোগীর পক্ষে থেকে একটি অভিযোগ নেওয়া হচ্ছে।