Homeদেশের গণমাধ্যমেট্রাম্পের শুল্ক হুমকিতে এশিয়ান মুদ্রা-শেয়ারবাজারে অস্থিরতা

ট্রাম্পের শুল্ক হুমকিতে এশিয়ান মুদ্রা-শেয়ারবাজারে অস্থিরতা


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির কারণে মঙ্গলবার (২১ জানুয়ারি) এশিয়ার মুদ্রা ও শেয়ারবাজারে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। নিক্কেই এশিয়া জানিয়েছে, এদিন বিকেলে এশিয়ার মুদ্রাগুলো ডলারের বিপরীতে শক্তিশালী হয়, যদিও পুরো দিন জুড়ে লেনদেনে অস্থিরতা ছিল।

মঙ্গলবার একটি নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প বলেন, মেক্সিকো ও কানাডার ওপর আমরা ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবছি। সম্ভবত এটি ১ ফেব্রুয়ারি কার্যকর করবো। তার এই মন্তব্যের পরপরই এশিয়ান মুদ্রাগুলোর মান কমে যায়, কারণ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য মুদ্রাস্ফীতিমূলক হতে পারে।

এর আগে, মঙ্গলবার সকাল পর্যন্তও ট্রাম্প তার অভিষেক বক্তব্যে শুল্ক ইস্যু উল্লেখ না করায় বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি অনুভব করেছিলেন ও ধারণা করেছিলেন যে তিনি এ বিষয়ে একটি পরিমিত নীতি গ্রহণ করবেন।

বিএনওয়াইয়ের হংকংভিত্তিক সিনিয়র এপিএসি মার্কেট স্ট্র্যাটেজিস্ট উই খুন চং বলেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা অব্যাহত থাকবে। তবে, যদি বাজার আজ স্থিতিশীল বা সামান্য ইতিবাচক থাকে, তবে সেটাই যথেষ্ট ভালো হবে।

লিগ্যাল অ্যান্ড জেনারেল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের এশিয়াবিষয়ক প্রধান বিনিয়োগ কুশলী বেঞ্জামিন বেনেট বলেন, বিনিয়োগকারীরা সন্তুষ্ট যে ট্রাম্প প্রথম দিনেই শুল্ক আরোপ করেননি। তবে বড় ধরনের পরিবর্তন এখনো হয়নি কারণ, মার্কিন প্রেসিডেন্ট শুল্ক আরোপ করতে পারেন।

এদিন বিকেলে এক ডলারের বিপরীতে জাপানি ইয়েন ১৫৪.৭৯ এ পৌঁছায়, যা প্রায় এক মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তবে সকালে এটি ১৫৬ অতিক্রম করে দুর্বল হয়েছিল।

মিজুহো সিকিউরিটিজের প্রধান গ্লোবাল ডেস্ক স্ট্র্যাটেজিস্ট শোকি ওমোরি বলেন, এই পরিস্থিতি জাপানের কেন্দ্রীয় ব্যাংককে (বিওজে) শুক্রবারের (২৪ জানুয়ারি) নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর জন্য সবুজ সংকেত দিচ্ছে। তবে ট্রাম্পের শুল্ক নীতির অনিশ্চয়তার কারণে বিওজেকে সতর্ক থাকতে হবে।

অফশোর চীনা ইউয়ান এক মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছালেও পরে দুর্বল হয়ে ১ ডলারের বিনিময়ে ৭ দশমিক ২৮৯১ এ নেমে যায়। আর অনশোর ইউয়ানও দিনের শুরুতে কিছুটা শক্তিশালী হয়ে পরে ৭ দশমিক ২৮৩০ এ নেমে যায়।

এদিন দুর্বল হয় সিঙ্গাপুর ও হংকংয়ের মুদ্রার মানও। সিঙ্গাপুরের মেব্যাংকের ঊধ্বতন কর্মকর্তা ফিওনা লিম বলেন, ট্রাম্পের নীতিগুলো; বিশেষত তার বাণিজ্যনীতি এশিয়ান মুদ্রাগুলোকে প্রভাবিত করতে থাকবে। তার মতে, যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির শঙ্কা এশিয়ান মুদ্রাগুলোকে দুর্বল রাখবে।

সূত্র: নিক্কেই এশিয়া

এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত