৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার (২০ জানুয়ারি) তার শপথ অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা ইতোমধ্যে শুরু হয়েছে। এতে উপস্থিত হয়েছেন বেশ কয়েকজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিল ক্লিনটন, বারাক ওবামা এবং জর্জ ডব্লিউ বুশ এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে।
বিবিসি জানিয়েছে, বারাক ওবামা উপস্থিত হলেও মিশেল ওবামা অনুষ্ঠানে যোগ দেননি। গত সপ্তাহে তার কার্যালয়ের পক্ষ থেকে মিশেলের অনুপস্থিতির বিষয়টি জানানো হয়েছে।
অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত হয়েছেন বিল ক্লিনটন ও হিলারি এবং জর্জ ডব্লিউ বুশ ও লারা বুশ।
সংবাদমাধ্যম জানিয়েছে, আজ ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল রোটুন্ডায় তার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে হাজির থাকবেন বিদেশের বিভিন্ন রাষ্ট্র নেতারাও।
প্রতিবার এ শপথ অনুষ্ঠান ক্যাপিটল হিলের বাইরে আয়োজন করা হয়। তবে তীব্র ঠান্ডার কারণে এবার সেটি ভেতরেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ৪০ বছরের রীতি ভাঙতে চলেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, দেশজুড়ে তীব্র ঠান্ডা বাতাস বইছে। ফলে আমি কাউকে কষ্টে ফেলতে চাই না। এজন্য আমি ক্যাপিটাল হিলের ভেতরে অভিষেক অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম আয়োজনের নির্দেশ দিয়েছি।
এর আগে ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় মেয়াদে অভিষেকের সময় এ জটিলতা দেখা দেয়। এ সময় তাপমাত্রা মাইনাস ১০ থেকে ২০ ডিগ্রিতে নেমে আসে।
যুক্তরাষ্ট্রের নিয়মানুসারে, শপথগ্রহণের পর প্রেসিডেন্ট একটি অভিষেক ভাষণ দেন, যেখানে তিনি তার দায়িত্ব পালনের সংকল্প ও পরিকল্পনা জানান। এরপর বিদায়ী প্রেসিডেন্টকে বিদায় জানানো হয়। শপথের পর প্রেসিডেন্ট একটি শপথ বইয়ে স্বাক্ষর করেন, যা ক্যাপিটল ভবনের প্রেসিডেন্ট রুমে অনুষ্ঠিত হয়। এর পরপরই আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।