বরখাস্ত হতে পারেন আরও কয়েক হাজার
চলতি সপ্তাহে ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন। এই আদেশের ফলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের চাকরির পদমর্যাদা পুনর্বিন্যাস করে তাঁদের ছাঁটাই সহজ হবে। এই আদেশে তাঁরা বেশ শঙ্কিত।
যুক্তরাষ্ট্রের জাতীয় ট্রেজারি কর্মচারী ইউনিয়ন (এনটিইইউ) ওই আদেশটি আটকে দেওয়ার জন্য ট্রাম্প ও তাঁর প্রশাসনের অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে মামলা করেছে। সরকারি কর্মচারীদের এই সংগঠনের সদস্যসংখ্যা প্রায় ১ লাখ ৫০ হাজার। কেন্দ্রীয় সরকারের ৩৭টি সংস্থায় তাদের কর্মচারী কাজ করেন।
এনটিইইউর মামলায় অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক ভিত্তিতে নিয়োগের জন্য যে আইন রয়েছে, তা পেশাদার কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োগ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের মোট কর্মচারীর সংখ্যা ২২ লাখের বেশি। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশটি পেশাদার সরকারি কর্মচারী, যাঁদের মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা নানাভাবে সরকারকে সহায়তা করেন। কোনো প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এসব পেশাদার কর্মচারীর চাকরির মেয়াদ শেষ হয় না। কেবল সুনির্দিষ্ট অভিযোগেই তাঁদের বরখাস্ত করা যায়।