পরে মাস্ক তাঁর ডান হাত দিয়ে বুকের বাঁ পাশ স্পর্শ করেন; এরপর তালু নিম্নমুখী রেখে তা প্রসারিত করেন। উপস্থিত দর্শকদের উদ্দেশে একই ভঙ্গির পুনরাবৃত্তি করেন তিনি।
মাস্ক তাঁর অদ্ভুত ভঙ্গিমার ইতি টানেন এ–ই বলে, ‘আপনাদের জন্য আমার আন্তরিক সহানুভূতি। মানবসভ্যতার ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আপনাদের ধন্যবাদ।’
মাস্কের এই আচরণে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। তাঁরা বলছেন, এটি জার্মানির সাবেক স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের সমর্থকদের স্যালুটকেই মনে করিয়ে দেয়। তবে এ সমালোচনার নিন্দা জানিয়ে মাস্ক এক্সে লিখেছেন, প্রত্যেকেই হিটলার। এমন আক্রমণ খুবই বিরক্তিকর।
মাস্কের এ ভঙ্গিমা নিয়ে কেনই–বা এত বিতর্কের সৃষ্টি, আসুন জেনে নেওয়া যাক: