বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ট্রাম্পকে কেউ হয়তো ভুল বার্তা দিয়েছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে। জয় কিছুদিন আগে প্রচুর টাকা দিয়ে লবিষ্ট নিযুক্ত করেছে। কারণ ওদের হাতেতো লুটের অনেক টাকা।
শনিবার (২ নভেম্বর) বিকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মসিউর রহমানের মৃত্যু বার্ষিকীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, ১৬ বছর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা ব্যক্তির নিয়ন্ত্রণে ছিল। তবে ৫ আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের একটা জাগরণ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে কিছুটা উন্নতি হলেও সেটি আশানুরুপ না। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা আগামী নির্বাচন নিয়ে দলগত অবস্থানে আছি। জোট করা হবে, কী হবে না এমন কোনো আলোচনা হয়নি। তবে তারেক রহমান যে নির্দেশনা দেবেন নির্বাচন নিয়ে সেভাবেই বিএনপির তৃণমুল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কাজ করবে।
তিনি বলেন, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন একজন রাজনীতির কান্ডারি। ঝিনাইদহ জেলার রাস্তা-ঘাট, চিকিৎসা, শিক্ষাসহ সকল খাতের উন্নয়ন করেছিলেন মসিউর রহমান। তিনি বলতেন, দেশকে বাঁচাতে হবে, আজ দেশ বেঁচেছে, শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান হয়েছে কিন্তু মসিউর রহমান নেই।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে স্মরণসভায় জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জেআইএম