Homeদেশের গণমাধ্যমেট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৭ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৭ মামলা


রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৪৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সোমবার (৩০ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, অভিযানকালে ৪৫টি গাড়ি ডাম্পিং ও ৭০টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে আগামী বছর থেকে রাজধানীর নির্দিষ্ট স্থানে ইংরেজি বর্ষপূর্তি উদযাপনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি বর্ষপূর্তি উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থাসংক্রান্ত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে গত এক সপ্তাহ ধরে অভিযানে ১৭২ কেজি ক্লাস্টার বোমা, আতশবাজি, চকলেট বোমা উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় ৫টি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেন, পরিবেশ দূষণে সবচেয়ে বড় ভূমিকা রাখে শব্দদূষণ। আর এটি সবচেয়ে বেশি হয় বর্ষ উদযাপনকে কেন্দ্র করে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত