রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে গত দুই দিনে ১ হাজার ৭৯৯টি মামলা করা হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ এসব মামলা করেছে।
ডিএমপি জানিয়েছে, ট্রাফিক বিভাগের অভিযানে ৫২টি ডাম্পিং ও ৫৮টি গাড়ি রেকার করা হয়েছে। রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।