Homeদেশের গণমাধ্যমে‘ট্রাফিকের কাজ’ করতে গিয়ে রিকশাচালকদের হামলায় ঢাবি শিক্ষার্থী আহত

‘ট্রাফিকের কাজ’ করতে গিয়ে রিকশাচালকদের হামলায় ঢাবি শিক্ষার্থী আহত


রিকশাচালকদের হামলায় মো. খালিদ হাসান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যানজট নিরসনে কাজ করার সময় টিএসসিতে এ ঘটনা ঘটে। শুক্রবার (১ নভেম্বর) রাতে ক্যাম্পাস সূত্রে এ তথ্য জানা গেছে। আহত মো. খালিদ হাসান ঢাবির আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের রাত সাড়ে ৯টায় ভিসি চত্বরে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে মিডিয়ার সহযোগিতাও চেয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘ক্যাম্পাসে তো শুক্রবার শনিবার ছুটির দিনগুলোতে অনেক ক্রাউড (ভিড়) হয়। রিক্সাওয়ালারা যত্রতত্র বসে থাকেন, এতে করে জ্যাম আরও বাড়ে। ওই শিক্ষার্থীর সঙ্গে এই বিষয়ে রিকশাওয়ালার বাগবিতণ্ডা হয়। পরে সে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী বুঝতে পেরে রিকশা রেখে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাস নিরাপদ করার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা কাজ শুরু করেছি, এটি ধীরে ধীরে প্রয়োগ হবে। অবশ্যই আমাদের নিরাপদ রাখতে হবে, কেননা এখানে অনেক মাদকাসক্ত ঘুরে বেড়ায়। অনেক শিক্ষার্থীই ছিনতাই ও হেনস্তার শিকার হয়।’

ক্যাম্পাস প্যাট্রোলিংয়ের বিষয়ে তিনি বলেন, ‘টিএসসি স্টুডেন্ট সাপোর্ট ইউনিটকে ক্যাম্পাস প্যাট্রোলিংয়ের জন্য কিছু শিক্ষার্থীর তালিকা দিতে বলা হয়েছে। এ বিষয়ে তারা তালিকাও তৈরি করেছেন। তবে এটি এখনও অফিশিয়ালি শুরু হয়নি, কিন্তু কিছু শিক্ষার্থী তার আগেই স্ব-উদ্যোগে এই কাজ শুরু করেছে। আমরা তাদের নিবৃত্ত করেছি। তাদের বলেছি, তোমাদের সঙ্গে আমাদের অফিশিয়ালি বৈঠক হবে, তোমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে, তোমাদের কার্ড দেওয়া হবে। নয়তো কেউ তোমাদের কথা শুনবে না।’

যারা অফিশিয়ালি নিয়োগের আগে এসব কাজ করছে, তাদের বিষয়ে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এরা সবাই ম্যাচিউর শিক্ষার্থী। শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে এদের সংশোধন করা যাবে না, এদের প্রয়োজন কাউন্সেলিং। তাই আমরা এদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করবো, এদের সংশোধনের জন্য যে প্রক্রিয়ায় যাওয়া দরকার আমরা সেই প্রক্রিয়ায় যাবো।’

তিনি আরও বলেন, ‘আসলে সকল শিক্ষার্থী নিরাপদ ক্যাম্পাস চায়, সবাই এই অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে চায়। হয়তো তাদের দৃষ্টিভঙ্গি আলাদা।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত