পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিতেই ট্রাকের নাম্বার প্লেট খুলে রাখা হয়েছিল। তবে পুলিশের তল্লাশিচৌকিতে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকে একটি নাম্বার প্লেট ও কাগজপত্র পাওয়া যায়। পরে ট্রাকের পেছনে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ২৬৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, চোরাকারবারিরা নতুন কৌশল হিসেবে ট্রাকের নাম্বার প্লেট খুলে চোরাই মালামাল পরিবহন করছে। যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্দিষ্ট যানটি ‘টার্গেট’ করে আটক করতে না পারেন।