বৈঠক শেষে সাংবাদিকদের বৈঠকের বিষয়বস্তু জানান চেয়ারম্যান। তিনি বলেন, কমিটির উদ্দেশ্য হচ্ছে টেলিযোগাযোগ খাতকে সুস্থ প্রতিযোগিতামূলক এবং বৈচিত্র্যময়, সাশ্রয়ী ও নিরাপদ ডিজিটাল সেবার উন্নয়ন সহযোগী হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে বিটিআরসির কমিটি সরকারের জন্য সুপারিশ তৈরি করবে। আগামী মার্চের মধ্যে এই কমিটি একটি রোডম্যাপ (পথনকশা) করে সরকারকে দেবে। এ ছাড়া জনসাধারণও বিটিআরসিকে সংস্কারে মতামত জানাতে পারবে।
আলোচনায় উঠে আসা টেলিযোগাযোগ খাতের চ্যালেঞ্জ সম্পর্কে এমদাদ উল বারী বলেন, বড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে নেটওয়ার্ক পুনর্বিন্যাস, রূপান্তর, টেলিযোগাযোগকে ডিজিটাল সেবায় রূপান্তর এবং বিনিয়োগবান্ধব টেকসই নীতিমালা করা। বিনিয়োগের অন্যতম বাধা টেকসই নীতির অভাব। অনেক নীতি পরিষ্কার না। সকাল–বিকেল পরিবর্তন হচ্ছে। বৈশ্বিক বড় কোম্পানিগুলো বিনিয়োগের নিশ্চয়তা চায়।