কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতসংলগ্ন হ্যাচারিতে জন্ম নেওয়া আরও ১১১টি কাছিম ছানা সাগরে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্রসৈকত এলাকার সাগরে ছাড়া হয়েছে কাছিম ছানাগুলো।
সর্বশেষ ২৯ মার্চ (শনিবার) একই পয়েন্ট দিয়ে ৩০০টি কাছিমের ছানা অবমুক্ত করা হয়। নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ম্যানেজার আবদুল কাইয়ুম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।