আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ। এর আগে শেষ মুহূর্তের প্রচারণায় শনিবার (২ নভেম্বর) ‘স্যাটারডে নাইট লাইভ’ টিভি কমেডি শোতে উপস্থিত হয়েছেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। শোতে তাকে অভিনেত্রী মায়া রুডলফের বিপরীতে অভিনয় নিজেই নিজের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এ সময় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রকে শান্ত রাখার আহ্বান জানিয়েছেন কমলা।
শোতে অভিনেত্রী মায়া রুডলফের বিপরীতে একটি আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে কমলাকে। একই ধরনের কালো স্যুট ও মুক্তোর মালা পরে দুজনেই হ্যারিসের প্রথম নাম নিয়ে মজার ছলে নানা রকম কথা বলেন এসময়।
মার্কিন নির্বাচন বিশ্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ
এই শোতে এটি ছিল হ্যারিসের প্রথম উপস্থিতি। শোতে অন্যান্য প্রেসিডেন্ট প্রার্থীরাও দীর্ঘদিন ধরে উপস্থিত হয়েছেন। ২০১৫ সালে প্রথম নির্বাচনি প্রচারণার সময় এই শোতে উপস্থিত হয়েছিলেন ট্রাম্প। এবারে ট্রাম্পকে শোতে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা তা জানেন না বলে জানিয়েছেন তার এক সহকারী।
এদিকে শনিবার উত্তর ক্যারোলিনায়, গ্রিনসবোরো শহরে সমাবেশ করেন ট্রাম্প। ৯০ মিনিট ধরে দেওয়া ভাষণে কমলা হ্যারিসকে মিথ্যাবাদী ও ভুয়া খবরকে সামনে আনেন ট্রাম্প। তিনি যে কোন দেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করার দাবি করে আমেরিকান স্বপ্ন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। এছাড়া যুক্তরাষ্ট্রকে একটি ‘অধিকৃত দেশ’ হিসাবে বর্ণনা করতে গিয়ে মঙ্গলবারের নির্বাচনের দিনটিকে ‘আমেরিকাতে মুক্তি দিবস’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।