প্রায় সব কারখানা বেতন-ভাতা দিয়েছে
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, সংগঠনটির সদস্য ৯৯ দশমিক ৫৭ শতাংশ সচল কারখানা ঈদের বোনাস এবং ৯৮ দশমিক ৬৭ শতাংশ কারখানা মার্চ মাসের অর্ধেক বা পুরো বেতন পরিশোধ করেছে।
শিল্প পুলিশ ও গোয়েন্দা সংস্থার তথ্যানুসারে যে ২৪৫টি কারখানায় সমস্যা হতে পারে বলে জানা গিয়েছিল, তার সব কটিই পরিদর্শন করেছে বিজিএমইএ। পরিদর্শন শেষে মাত্র ছয়টি কারখানায় সমস্যা হতে পারে বলে জানিয়েছে তারা। সেগুলোতে বেতন-ভাতা পরিশোধের প্রক্রিয়া চলছিল।
নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মো. হাতেম বলেন, একটি ছাড়া বাকি সব কারখানার শ্রমিকদের ঈদের বোনাস ও বেতন দেওয়া হয়েছে। যে কারখানা তা দিতে পারেনি, তারা শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে ফয়সালা করেছে।