এর বাইরে ১৯৭৫ সালে এলি ‘ডক স্যাভেজ’, ‘সাউথ প্যাসিফিক’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
২০০১ সালে অভিনয় থেকে অবসর নেন তিনি। পরবর্তী সময়ে লেখালেখিতে মন দেন।
১৯৩৮ সালে টেক্সাসের হেয়ারফোর্ডে রন এলির জন্ম; বেড়ে উঠেছেন অ্যামারিলো শহরে। ১৯৫৯ সালে প্রেমিকা হেলেন ট্রিপলেটকে বিয়ে করেন, দুই বছরের ব্যবধানে বিচ্ছেদ ঘটে। ১৯৮৪ সালে মিস ফ্লোরিডা ভ্যারেলি লুনডেনকে বিয়ে করেন। তাঁদের সংসারে তিন সন্তান রয়েছে।