নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বিদ্যা বলেন, ‘খুব বাজে সময় পার করছিলাম। অর্থের শক্তি কতখানি, কয়েক বছর আগে বুঝেছি। আর অর্থ শুধু উপার্জন করলেই হবে না। নিজের অর্থের দায়িত্ব নিজেকেই নিতে হবে। কীভাবে অর্থ ব্যয় করতে হবে, সাশ্রয় করতে হবে আর কীভাবে উপার্জিত অর্থ আরও বাড়ানো যায়, এসবও জানতে হবে। আমি মনে করি, আর্থিক স্বাধীনতা প্রত্যেকটা মেয়েকে শক্তি জোগায়।’ বিদ্যার অবস্থান পরিষ্কার, ‘নিজেকে ভালোবাসলে অর্থকেও ভালোবাসবেন। আমি নিজেকে ভালোবাসি, তাই অর্থকেও ভালোবাসি।’