ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের কিলঘুষিতে রাহাজ উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিংগা গ্রামের বাজারে এ ঘটনা ঘটে। নিহত রাহাজ উদ্দিন উপজেলার শিংগা গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নিহতের সঙ্গে দীর্ঘদিন ধরে স্বপন আলীর বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালেও বাজারে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় স্বপন তাকে কিলঘুষি মারেন। পরে মাটিতে লুটিয়ে পড়েন রাহাজ উদ্দিন। এর কিছুক্ষণ পরই মারা যান তিনি।
স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম রহমান বলেন, সকালে বাজারে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে রাহাজ উদ্দিনকে উদ্ধার করে। তখন রাহাজ উদ্দিন বাড়িতে যাওয়ার পথে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে পলাশ হোসেন বলেন, সকালে আমার বাবাকে মারধর করেছে স্বপন। তাকে গলায় গামছা পেঁচিয়ে টানাহেঁচড়া করেছে। ফলে ঘটনাস্থলেই আমার বাবা মারা গেছেন। আমার বাবাকে স্বপন হত্যা করেছে।
হরিণাকুণ্ডু থানার ওসি এম এ রউফ খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রাহাজ উদ্দিনের মরদেহ উদ্ধার ও ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বপন আলীর নামে নিহতের ছেলে পলাশ হোসেন হত্যা মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।