জ্বর আজকাল বেশ উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বছরজুড়ে হচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকাসহ নানা রোগ। এখনকার সাধারণ ভাইরাস জ্বরেও তাপমাত্রা ১০৪ থেকে ১০৫ ডিগ্রি হতে পারে। জ্বর হলে শুরুতেই আতঙ্কিত হওয়া ঠিক নয়। বেশির ভাগ জ্বর এখনো ভাইরাসজনিত ও তেমন গুরুতর কিছু নয়।
ভাইরাস জ্বর প্রথম দিকে তীব্র ও কষ্টকর হলেও দ্রুতই ভালো হয়ে যায়। তবে জ্বর যদি অনেক দিন থাকে, তীব্রতা বেশি না হলেও সহজে ছেড়ে না যায়, সেসব জ্বরের কারণ শনাক্ত করতে কিন্তু সময় লাগে। সারতেও সময় লাগে। আবার এমন জ্বরের সঙ্গে নানা আনুষঙ্গিক উপসর্গও বেশ কষ্ট দেয়; যেমন শরীর, গিঁট ও পেশিতে ব্যথা।