Homeদেশের গণমাধ্যমেজ্ঞান উৎপাদন-বিতরণে দলান্ধ রাজনীতি আনা যাবে না: ঢাবি উপাচার্য

জ্ঞান উৎপাদন-বিতরণে দলান্ধ রাজনীতি আনা যাবে না: ঢাবি উপাচার্য


জ্ঞানের উৎপাদন ও বিতরণে সংকীর্ণ, হিংস্র ও দলান্ধ রাজনীতি আনা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, প্রকাশনাকে রাজনৈতিক মারপ্যাঁচ ও গ্রুপিংয়ের বাইরে রাখতে হবে। আমরা যতদিন পারবো ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এ আদর্শ ধরে রাখবো। জ্ঞানের উৎপাদন ও বিতরণে সংকীর্ণ, হিংস্র, দলান্ধ রাজনীতি আনা যাবে না। জ্ঞান উৎপাদন ও বিতরণের মহৎ উদ্দেশ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করবো।

শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিন দিনব্যাপী অষ্টম নন-ফিকশন বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তার যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

সমাজের সঙ্গে মেলবন্ধনে ব্যর্থ বিশ্ববিদ্যালয় মৌলিক উদ্দেশ্য পূরণেও অক্ষম মন্তব্য করে অধ্যাপক নিয়াজ আহমদ বলেন, একটি বিশ্ববিদ্যালয় যদি সমাজের সঙ্গে মেলবন্ধন তৈরি করতে না পারে তাহলে বিশ্ববিদ্যালয় তার মৌলিক উদ্দেশ্য পূরণ করতে পারবে না। সেই বিশ্ববিদ্যালয়টি শুধুমাত্র একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবেই থেকে যাবে।

ঢাবি উপাচার্য বলেন, ‌এ বইমেলা আমাদের দুটি কারণে উদযাপন করা উচিত। প্রথমত-এটি জ্ঞানচর্চার সঙ্গে জড়িত। দ্বিতীয়ত-এটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমাজের মেলবন্ধন তৈরিতে সহযোগিতা করে। আমাদের সমাজে এ ধরনের উদ্যোগ খুবই দরকার।

তিনি বলেন, মেলার তিনদিনের আয়োজনের পাশাপাশি যেন মেলার সামগ্রিক বিষয়টি মনিটরিংয়েও জোর দেওয়া হয়। বিশেষ করে পাঠক-গবেষকদের মধ্যে এ মেলা কেমন প্রভাব রাখল সেটি যেন পর্যবেক্ষণ করা হয়।

বণিক বার্তার প্রধান প্রতিবেদক মো. বদরুল আলমের সঞ্চালনায় বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ উদ্বোধন অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক ও লংকাবাংলা সিকিউরিটিজ পিএল‌সির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত, ২৫ শতাংশ মূল্যছাড়
নন-ফিকশন এ বইমেলা সোমবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন পাঠকরা। বইয়ের ক্রেতাদের জন্য মেলায় প্রতিদিন থাকছে র‍্যাফল ড্রয়ের আয়োজন। র‍্যাফল ড্রয়ে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় সব পুরস্কার।

তাছাড়া মেলায় অংশ নেওয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারক প্যানেল ২০২৪-এর দুটি নন-ফিকশন বই নির্বাচিত করবেন। মেলার শেষদিন সমাপনী অনুষ্ঠানে জুরিদের নির্বাচিত দুটি বইকে ‘‌নন-ফিকশন গ্রন্থ সম্মাননা’ দেওয়া হবে।

এএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত