নাটোর জেলা প্রশাসকের পুরাতন বাংলোর বাগানে ব্যালট পেপার উদ্ধার অভিযান চলছে। সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে গর্ত খুঁড়ে ব্যালট পেপার উদ্ধার করা হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টা ৩৮ মিনিট পর্যন্ত সেখান থেকে ৩০ বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। সেখানে প্রায় ১০০ বস্তা ব্যালট পেপার গর্ত করে পুঁতে রাখা হয়েছিল বলে জানা গেছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কান্দিভিটা এলাকার পুরাতন বাসভবন এবং পুরাতন থানার মাঝখানে তালাব পুকুর থেকে শুক্রবার বিকেলে অস্ত্র উদ্ধার করা হয়। ওই পুকুরে আর কোনো অস্ত্র আছে কি না তা খুঁজে দেখতে পানি সেচের ব্যবস্থা করা হয়। এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা জেলা প্রশাসকের প্রাঙ্গণের মধ্যে বাঁশ বাগানে গর্ত করা অবস্থায় ব্যালট পেপার দেখতে পান। তারা বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ এবং অন্যান্য বিভাগকে জানায়। এরপর শনিবার (২৯ মার্চ) দুপুরে সেনা ও পুলিশের উপস্থিতিতে সেখানে গর্ত করা হয় এবং ১০০ বস্তা ব্যালট পেপার রাখা হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন
জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম জানান, ২০২৪ সালের সংসদ নির্বাচনে ব্যালট পেপারগুলো ট্রেজারিতে রাখা হয়। পরে উপজেলা নির্বাচন শুরু হলে সেই ব্যালট পেপারগুলো জেলা প্রশাসকের পুরাতন এই বাসভবনে রাখা হয়। এরপর কীভাবে এগুলো এখানে এলো সে বিষয়ে তিনি জ্ঞাত নন।
জেলা প্রশাসক আসমা শাহীন জানান, তিনি নতুন এসেছেন। এ বিষয়ে তার কিছু জানা ছিল না। জানার পর তিনি নাটোর থানায় ডায়েরি করাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। এরপর শনিবার রাত ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে গর্ত খুঁড়ে ব্যালট পেপারগুলো উদ্ধার কাজ শুরু করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল। দিবাগত রাত ১২টা ৩৮ মিনিট পর্যন্ত ৩০ বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চলমান।
রেজাউল করিম রেজা/ইএ