সবার স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত করাই ছিল গণ-অভ্যুত্থানের চেতনা উল্লেখ করে সিপিবি বলেছে, ‘কিন্তু এ ঘটনার মধ্য দিয়ে অনেকে মনে করছেন, বর্তমান সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করার কারণেই এই জ্যেষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে।’
জেড আই খান পান্নার বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে সিপিবি বলেছে, এ ধরনের ঘটনা ঘটতে থাকলে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের জন্য যারা প্রকৃত দায়ী, তারা আড়ালে থেকে যেতে পারে। সংশ্লিষ্টদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন সিপিবির নেতারা।