Homeদেশের গণমাধ্যমেজুলাই ঘোষণাপত্রের পক্ষে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ

জুলাই ঘোষণাপত্রের পক্ষে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ



লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১১ জানুয়ারি ২০২৫  
আপডেট: ১২:৫৫, ১১ জানুয়ারি ২০২৫


‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এ শ্লোগানে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে শহরের উত্তর তেমুহনী থেকে এ কার্যক্রম শুরু করা হয়। 

এ সময় সাধারণ মানুষ, গাড়ি চালক ও ব্যবসায়ীদের কাছে লিফলেট দিয়ে জনমত সৃষ্টিতে কাজ করছেন তারা। এছাড়া দিনব্যাপী সদরের মান্দারী, চন্দ্রগঞ্জ ও রায়পুরসহ জেলাব্যাপী এ কার্যক্রম চলছে বলেও জানানো হয়।

এ সময় লিফলেট বিতরণে অংশগ্রহণকারীরা বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে অবিলম্বে ঘোষণাপত্র জারি করতে হবে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারি না হলে আগামীতে ছাত্ররা আন্দোলনের জন্য প্রস্তত রয়েছে।”

ঢাকা/জাহাঙ্গীর লিটন/ইমন





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত