Homeদেশের গণমাধ্যমে‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’ গঠন করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’ গঠন করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


এবার ‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’ গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (৮ জানুয়ারি) সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটির অনুমোদন দিয়েছেন।

হাসান ইনামকে সেল সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়। এই সেলের অধীনে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও শহীদ পরিবারের পুনর্বাসন বিষয়ক টিমের সদস্য হিসেবে রয়েছেন– হাসান আলী (শহীদ আরাফাতের ভাই), ইয়াছিন মিয়া (আহত যোদ্ধা), আমানুল্লাহ ফারাবী (আহত যোদ্ধা), রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, নাফিসা ইসলাম সাকাফি, আনিসুর রহমান, রবিউস সানি শিপু, মাহমুদুল হাসান মঈন,  হুজাইফা সম্রাট, আলী আব্বাস শাহিন, আব্দুল বাসেত, শাকিল আলী, আবুল কাশেম ওভি, মো. মেহেদি হক মামুন, সাইদুর রহমান শাহিদ, সুমন বসুনিয়া, আশা তালুকদার, তাহমিনা আক্তার মিম ও সালোয়া আক্তার এ্যানি।

জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টেশন বিষয়ক টিমের সদস্য হিসেবে রয়েছেন– স্মৃতি আফরোজ সুমি, এহসানুল মাহবুব জুবায়ের, সালমান সা’দ, অদ্বিতীয়া মুকুল, আব্দুল্লাহ আরিয়ান, শেখ ফাহিম ফয়সাল,  দোলা ইসলাম, তানভীর ইসলাম অসি, রিদওয়ান মুহসীন, তৌহিদুল ইসলাম ভূঞা, মো. সাইদুর রহমান সোহাগ,   ওয়াসিমুল হাসান শাতিল, মুঈনুদ্দিন গাউছ, শাহাদাত হোসেন, মো. সজিব হোসাইন ও আর্ফিয়াস আল দ্বীন।

বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিতকরণ লক্ষ্যে গঠিত শিক্ষানবিশ আইনজীবীদের টিমের সদস্য হিসেবে রয়েছেন- ফারদীন হাসান আন্তন, নোমান বিন হারুন, জহিরুল ইসলাম, আরিফুল ইসলাম বিজয় ও জাকি হাসান ইফতি।

শহীদী স্মারক নির্মাণের লক্ষ্যে গঠিত টিমের সদস্য হিসেবে রয়েছেন— মো. রাঈদ হোসেন, এস আই শাহিন,  মনিরুজ্জামান মাজেদ, ফারহান হাসান বর্ণ, হৃদয় সজন, তাজহারুল ইসলাম,  দেলোয়ার হোসেন ও সাখাওয়াত হোসেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত