Homeদেশের গণমাধ্যমেজুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের গুপ্ত হত্যার বিচার দাবি

জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের গুপ্ত হত্যার বিচার দাবি


জুলাই অভ্যুত্থান ও ভারতীয় ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের তিন সহযোদ্ধার গুপ্ত হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় ঢাবি শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর থেকে হল পাড়া ঘুরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় তারা ‘শিহান গুম কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই গুম কেন, প্রশাসন জবাব চাই’, ‘সীমান্ত গুম কেন,  প্রশাসন জবাব চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আপোস না সংগ্রাম’, ‘গোলামী না আজাদী’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘গুপ্ত হত্যার বিরুদ্ধে, লড়াই করতে হবে’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে ঢাবি শিক্ষার্থী মিতু আক্তার বলেন, “আজ আমার একটা বোনকে গুম করা হয়েছে। প্রশাসন তাকে খোঁজার কোন উদ্যোগ নিচ্ছে না‌।  আমাদেরকে ফেসবুকে পোস্ট করে তার খোঁজ নিতে হচ্ছে।”

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুর বলেন, “ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে যদি গুম হয় এবং প্রশাসনের পক্ষ থেকে যদি কোন পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব। আমরা এই ঘটনার বিচার চাই।”

তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, “যারাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন, তাদেরকেই ধরে ধরে গুম করা হয়। একজন বিপ্লবী বেঁচে থাকতে আরেকজন বিপ্লবী গুম হতে পারে না।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেন, “আমরা দেখেছি নিষিদ্ধ ছাত্রলীগ ধানমন্ডি ৩২’সহ বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। কিন্তু প্রশাসন নির্বিকার। আমরা এখানে কাঁদতে আসিনি, ফাঁসির দাবিতে এসেছি। রক্তের দাগ এখনো শুকায়নি। আপনারা যেসব বিপ্লবীদের ম্যান্ডেট দিয়ে সরকারে বসেছেন, আপনারা তাদের ভুলে গেছেন।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বকর মজুমদার বলেন, “১২ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর তিনজন ভাইকে হত্যা করা হয়েছে। আমরা তাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী মনে করছি না, আমরা তাদেরকে বিপ্লবী মনে করছি।”





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত