Homeদেশের গণমাধ্যমেজীবনের ‘পাগলা হাওয়া’

জীবনের ‘পাগলা হাওয়া’


ডিজিটাল অপসংস্কৃতি একটা সময় শুধু শহর কেন্দ্রিক ছিল। কিন্তু সময়ের বিবর্তনে এখন সে তার গণ্ডি পেরিয়ে ছুঁয়েছে গ্রাম। আবহমান গ্রাম বাংলার সমাজ ব্যবস্থায় সংস্কৃতি এবং অপসংস্কৃতির মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে নানা রকম মজার ঘটনা। এই ঘটনাগুলো নিয়েই নির্মিত হচ্ছে নাহিদ হাসনাতের রচনা ও পরিচালনায় ধারাবাহিক সিরিজ ‘পাগলা হাওয়া’।

গামা ফ্লিক্স ইউটিউব চ্যানেল প্রযোজিত কমেডি ধারার এই সিরিজের ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে যুক্ত আছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। সিরিজটিতে ভিন্ন এক লুকে দেখা যাবে এই নির্মাতা ও অভিনেতাকে। এই ধরনের চরিত্রে তাকে আগে দেখা যায়নি।

এতে শরাফ আহমেদ জীবন ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করছেন সাদ্দাম মাল, তানজিম হাসান অনিক, নুসরাত জাহান স্পৃহা, আবুল ফজল মোহাম্মদ ঋতু, মনা শামীম, জাবেদ গাজীসহ আরও অনেকে। নির্মাণ শেষে খুব শিগগিরই গামা ফ্লিক্স ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। সিরিজটির প্রথম সিজনের শুটিং চলছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত