সেনাবাহিনীর অব্যাহতি প্রাপ্ত আলোচিত অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসানের ৩টি ফ্ল্যাট, ৫টি বাড়ি ও ৯৯ দশমিক ৯৩ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ৯টি ব্যাংক হিসাবে ১ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
জব্দ ফ্ল্যাট ও বাড়ীর মধ্যে, মিরপুর ডিওএইচএসের ১৪৬০ ও ২১১০ বর্গফুটের ফ্ল্যাট, ২৬০০ বর্গফুটের উত্তরার ফ্ল্যাট, বরিশালের কোতওয়ালী থানার পৈত্রিক সম্পত্তিতে নির্মিত ৮ তলা নতুন বাড়ি, একই জেলার সদর থানায় বাগান বাড়ি, পুকুরসহ বাড়ি ও ১২৭০ বর্গফুটের ১ তলা পুরাতন বাড়ি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ শতাংশ জমিতে নির্মিত ৮ তলা ভবন রয়েছে।
দুদকের পক্ষে উপপরিচালক রেজাউল করিম জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামী স্থাবর সম্পদ বিক্রয় এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে উক্ত সম্পত্তি দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি-১৮ মোতাবেক এবং মানিলন্ডারিং আইন ২০১২ এর ধারা-১৪ মোতাবেক ক্রোক এবং অবরুদ্ধকরণ করা প্রয়োজন।
এমতাবস্থায়, আসামি মেজর জেনারেল জিয়াউল আহসান (বরখাস্ত) এর নামে অর্জিত বর্ণিত স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক এবং অবরুদ্ধকরণ এর আদেশ দানের জন্য বিনীত প্রার্থনা করছি। এতে দুর্নীতি দমন কমিশনের অনুমোদন রয়েছে।